ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পাহাড়তলীর ৬ পরিবারকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৫, এপ্রিল ৭, ২০২০
পাহাড়তলীর ৬ পরিবারকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ

চট্টগ্রাম: নগরের পাহাড়তলী থানার শাপলা আবাসিক এলাকার একটি ভবনের ৬ পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৭ এপ্রিল) সন্ধ্যায় ওই এলাকায় অভিযান গিয়ে আল্লাহর দান মঞ্জিল নামে একটি ভবনের ৬ পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টিন পালনের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম।

তিনি বাংলানিউজকে জানান, ওই ভবনের এক নারীর করোনা উপসর্গ দেখা দেওয়ার পর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

‘যেহেতু তিনি ওই ভবনের একাধিক পরিবারে যাতায়াত করেছেন- তাই টেস্টের রিপোর্ট না আসা পর্যন্ত তাদের সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।