bangla news

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এসেছে আইসিইউ'র যন্ত্রপাতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৪-০৭ ২:৩৯:০৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রাম: করোনা মোকাবিলায় চট্টগ্রামের জেনারেল হাসপাতালে ১০ শয্যার ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) স্থাপনের যন্ত্রপাতি হাসপাতালে এসেছে বলে জানিয়েছেন তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার।

মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে তিনি বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, করোনা রোগীদের চিকিৎসাসেবা দিতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসিইউ সুবিধার ব্যবস্থা করা হচ্ছে। এরই মধ্যে ১০টি আইসিইউ বেডের যন্ত্রপাতি এসেছে। ঢাকা থেকে একটি টিম এসে যন্ত্রপাতি বসানোর কাজ শুরু করবেন।

এর আগে চট্টগ্রামসহ বিভাগীয় শহরগুলোতে আইসিইউ সুবিধা বাড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়ে চিঠি দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

তবে দুর্যোগকালের জন্য চট্টগ্রামের ১২টি বেসরকারি হাসপাতালের আইসিইউ প্রস্তুত রাখার কথা জানান সিভিল সার্জন। সময়ের গুরুত্ব বিবেচনায় চারটি ধাপে এসব হাসপাতালের আইসিইউ ব্যবহার করা হবে।

করোনা চিকিৎসায় চট্টগ্রামের বিআইটিআইডি এবং জেনারেল হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, এপ্রিল ০৭ ২০২০
এমএম/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-04-07 14:39:08