ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অসহায় মানুষের পাশে ক্রিকেটার পন্টি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২০
অসহায় মানুষের পাশে ক্রিকেটার পন্টি অসহায়দের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেন ক্রিকেটার পন্টি

চট্টগ্রাম: করোনা পরিস্থিতি মোকাবিলায় নিম্ন ও মধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে ক্রিকেটার আবদুল গফুর পন্টি অসহায়দের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন।

ব্রাদার্স ইউনিয়নের এ ক্রিকেটার ব্যক্তিগত উদ্যোগে বায়েজিদ এলাকার ২৫০ পরিবার চাল, ময়দা, পেঁয়াজ, বিস্কুট, সাবান, আলু দিয়েছেন।

সামাজিক দূরত্ব বজায় রেখে চট্টগ্রামের বায়েজিদের বিভিন্ন ঘরে ঘরে পন্টি পৌঁছে দিয়েছেন এসব উপহার।

এ বিষয়ে পন্টি বলেন, করোনা মোকাবিলায় সরকারের পাশে দাঁড়ানো সবার কর্তব্য। আমি সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব চেষ্টা করেছি।

আমি মনে করি এ দুর্যোগময় পরিস্থিতিতে সবাইকে এগিয়ে আসতে হবে।

আবদুল গফুর পন্টি চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি নগরের বিভিন্ন সামাজিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত আছেন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।