bangla news

চট্টগ্রামে ৭৩ মামলায় দেড় লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৪-০৬ ১০:০০:১৯ পিএম
জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রাম: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লোকজনের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে নগরজুড়ে জেলা প্রশাসন ও যৌথবাহিনীর অভিযানে সোমবার (৬ এপ্রিল) ৭৩ মামলায় ১ লাখ ৫১ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব অভিযান পরিচালনা করেন। সেনাবাহিনী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা এতে অংশ নেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, সোমবারের অভিযানে কোয়ারেন্টিন না মানা, অকারণে ঘরের বাইরে এসে ঘোরাঘুরি, নির্দেশনা না মেনে দোকান খোলা রাখাসহ নানা অপরাধে এসব মামলা ও জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সাঁড়াশি অভিযানে নগরজুড়ে অলি-গলিতে আড্ডাবাজি বন্ধ এবং লোকজনের চলাচল সীমিত হয়ে গেছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২০
এমআর/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম জেলা প্রশাসন
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-04-06 22:00:19