ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পাহাড়তলীতে কর্মহীন ৫ হাজার পরিবারকে ত্রাণ দিলেন ওয়াসিম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২০
পাহাড়তলীতে কর্মহীন ৫ হাজার পরিবারকে ত্রাণ দিলেন ওয়াসিম কর্মহীন হয়ে পড়া ৫ হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ

চট্টগ্রাম: করোনা ভাইরাসের কারনে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে কর্মহীন হয়ে পড়া ৫ হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী এসব ত্রাণ বিতরণ করেন।

কর্মহীন দিনমজুর, রিকশাচালক ও নিম্ন আয়ের আরও ৫ হাজার মানুষকে ত্রাণ বিতরণ করা হবে জানিয়েছে সংশ্লিষ্টরা।

মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী ও তার স্ত্রী রোমান চৌধুরী এসব অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

ওয়াসিম উদ্দিন চৌধুরী বাংলানিউজকে বলেন, ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে অসংখ্য অসহায়-দিনমজুর মানুষ বসবাস করেন।

গার্মেন্টস কর্মীসহ রয়েছে নিম্ন আয়ের মানুষের বসবাস। করোনার কারনে তারা কষ্টে আছেন। তাদের পাঁশে থাকার চেষ্টা করছি। এলাকায় মাইকিং করে তাদের বাসা থেকে বের না হতে অনুরোধ করছি। যুবকদের আড্ডা না দিতে অনুরোধ করেছি।

তিনি বলেন, আমার পক্ষ থেকে প্রথম পর্যায়ে ৫ হাজার মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। কাউকে জড়ো না করে আমরা তাদের বাসায় গিয়ে দিয়েছি এসব খাদ্য সামগ্রী। দ্বিতীয় পর্যায়ে আরও ৫ হাজার পরিবারের জন্য খাদ্য সামগ্রী বিতরণের প্রস্তুতি নিয়েছি।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।