ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১৮ নমুনা পরীক্ষা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪২, এপ্রিল ৬, ২০২০
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১৮ নমুনা পরীক্ষা

চট্টগ্রাম: চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।

সোমবার (০৬ এপ্রিল) সন্ধ্যা ৭টায় তিনি এ তথ্য জানান।

তিনি বাংলানিউজকে বলেন, ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) এখন পর্যন্ত ১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এর মধ্যে সবার ফলাফল নেগেটিভ। সবমিলিয়ে ১৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এর আগে গত ৩ ও ৫ এপ্রিল চট্টগ্রামে একই পরিবারের দুই সদস্য করোনা আক্রান্ত হয়। এরপর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় লকডাউন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২০
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।