ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে ২ পরিবারকে কোয়ারেন্টিন পালনের নির্দেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২০
বোয়ালখালীতে ২ পরিবারকে কোয়ারেন্টিন পালনের নির্দেশ মধ্যম শাকপুরা এলাকায় দুই পরিবারকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিন পালনের নির্দেশনা

চট্টগ্রাম: বোয়ালখালী পৌরসভার হাজারিচর ও শাকপুরা ইউনিয়নের মধ্যম শাকপুরা এলাকায় দুই পরিবারকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিন পালনের নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (৬ এপ্রিল) তাদের এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আছিয়া খাতুন।

তিনি জানান, ওই দুই পরিবারের সদস্যরা নগরের দামপাড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির প্রতিবেশী ও সহকর্মী।

তারা শহরের বাসা ছেড়ে গ্রামের বাড়ি এসে ঘোরাঘুরি করছিলেন।

‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই।

দুই পরিবারকে হোম কোয়ারেন্টিন পালনের নির্দেশনা দিই। তাদের বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দিই। ’ যোগ করেন ইউএনও আছিয়া খাতুন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad