ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

করোনার উপসর্গ নিয়ে চমেক হাসপাতালে রোগীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২০
করোনার উপসর্গ নিয়ে চমেক হাসপাতালে রোগীর মৃত্যু

চট্টগ্রাম: করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দিবাগত রাতে ওই যুবকের মৃত্যু হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আফতাবুল ইসলাম।

শরীফ মোহাম্মদ (২২) নামের ওই যুবক আনোয়ারার মধ্যম শিলাইগড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

সোমবার (৬ এপ্রিল) সকালে তার নমুনা পরীক্ষার জন্য বিআইটিআইডি’তে পাঠানো হয়েছে বলে জানান ডা. আফতাবুল ইসলাম।

তিনি বাংলানিউজকে বলেন, গত রাতে একজন রোগী মারা গেছেন।

তার নিউমোনিয়ার লক্ষণ ছিল। গতকাল সন্ধ্যায় আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চমেক হাসপাতালে পাঠানো হয়।

তিনি বলেন, নমুনা পরীক্ষার ফলাফল আসতে একটু সময় লাগবে। তাই সতর্কতার জন্য মৃত ব্যক্তির গোছল দেওয়ার সময় যারা কাজ করবেন, তারা যাতে ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই) নিয়ে কাজ করেন। এ ব্যাপারে পিপিই দিয়ে সহযোগিতা করতে আমরা আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত ডাক্তারদের সঙ্গে আলাপ করেছি।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২০
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।