ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রধানমন্ত্রীর তহবিলে পিএইচপির ২ কোটি টাকা হস্তান্তর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২০
প্রধানমন্ত্রীর তহবিলে পিএইচপির ২ কোটি টাকা হস্তান্তর চেক হস্তান্তর করেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন।

চট্টগ্রাম: নভেল করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দুই কোটি টাকা অনুদান দিয়েছে দেশের অন্যতম শিল্পগ্রুপ পিএইচপি ফ্যামিলি।

পিএইচপি পরিবারের চেয়ারম্যান সুফি মোহম্মদ মিজানুর রহমানের প্রতিশ্রুতি মতে করোনাভাইরাস প্রতিরোধে সরকারের চলমান পদক্ষেপগুলোকে আরও বেগবান করতে এই অনুদান দেওয়া হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে চেক হস্তান্তর করেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন।

প্রধানমন্ত্রীর পক্ষে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস চেক গ্রহণ করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে অনুদান প্রদান অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

এর আগে গত ১ এপ্রিল চিকিৎসকদের জন্য ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই) দেয় পিএইচপি ফ্যামিলি। চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে এসব পিপিই দেওয়া হয়েছে। এছাড়া করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ১০ হাজার অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে পিএইচপির পক্ষ থেকে।

সমাজসেবায় বিশেষ অবদান রাখায় এ বছর পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান একুশে পদকের সঙ্গে পাওয়া টাকা করোনাভাইরাস সংক্রমণের চিকিৎসায় ব্যয়ের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালকের হাতে দিয়েছেন।

এছাড়া অনুদান দেওয়া সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো হলো: রেলপথ মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়, মোংলা বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশন, পানি সম্পদ মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বাংলাদেশ পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), কোস্ট গার্ড, রাজশাহী বিশ্ববিদ্যালয়, অগ্রণী ব্যাংক, সরকারি ব্যাংকসমূহ, কারা অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা), সরকারি তিতুমীর কলেজ।

বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের মধ্যে মেঘনা গ্রুপ, ইউনাইটেড গ্রুপ, মোমেন গ্রুপ, যমুনা গ্রুপ, রূপায়ন গ্রুপ, কেআইবি, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, মিডল্যান্ড পাওয়ার লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, IDCOL PO Forum Ltd., ড্রিম হলিডে পার্ক নরসিংদী, ডায়মন্ড ওয়ার্ল্ড, মাধবদী ডাইং লিমিটেড, KCJ and Associates Ltd., ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং, ইন্ট্রাকো, ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড, সৎসঙ্গ বাংলাদেশ, কৃষিবিদ ইন্সটিটিউশন অব বাংলাদেশ, বায়রা, বেসিক বিল্ডার্স লিমিটেড, এএম গ্রুপ, ওয়াটার ট্রান্সপোর্ট সেল, বিজিএমইএ, ফ্রেস গ্রুপ, বিকেএমইএ, সিটি গ্রুপ ও এফবিসিসিআই প্রধানমন্ত্রীর তহবিলে অনুদান দেয়।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।