ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দুঃসময়ে প্রাণ হারালেন রিকশাচালক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২০
দুঃসময়ে প্রাণ হারালেন রিকশাচালক

চট্টগ্রাম: করোনাকালে সরকার ঘোষিত ছুটিতে প্রায় জনমানবশূন্য নগরে চলছে গুটিকয়েক রিকশা। বাঁচার তাগিদে এই রিকশা নিয়েই রাস্তায় বেরিয়েছিলেন এক রিকশাচালক। কিন্তু হঠাৎ তার মৃত্যু হলো সড়কেই।

সোমবার (৬ এপ্রিল) সকাল ৮টার দিকে নগরের চকবাজার থানাধীন অলি খাঁ মসজিদ মোড়ে সড়কের ওপর প্রাণ গেছে পঞ্চাশোর্ধ্ব ওই রিকশাচালকের। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশা চালিয়ে অলি খাঁ মসজিদ মোড়ে এসে হঠাৎ খারাপ লাগছে বলেই মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। পরে থানায় খবর দেওয়া হয়।

মৃত ব্যক্তির পাশে কিছু টাকা-পয়সা পড়ে ছিল।

চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. রিয়াজ উদ্দীন চৌধুরী বাংলানিউজকে জানান, অলি খাঁ মসজিদের সামনে ওই রিকশাচালক পড়েছিলেন। পরে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২০
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।