ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চন্দনাইশে পিপিই উপকরণ বিতরণ সালমা-আদিল ফাউন্ডেশনের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২০
চন্দনাইশে পিপিই উপকরণ বিতরণ সালমা-আদিল ফাউন্ডেশনের

চট্টগ্রাম: করোনা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পিপিই (পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট) বিতরণ করেছে সালমা-আদিল ফাউন্ডেশন।

দেশের বিভিন্ন এলাকায় এরই মধ্যে করোনার সংক্রমণ দেখা দিয়েছে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে সালমা-আদিল ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রশাসনের যারা করোনা সংক্রমন নিয়ে কাজ করছেন তাদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন এসব পিপিই উপকরণ বিতরণ করা হয়।

সালমা-আদিল ফাউন্ডেশনের পক্ষ থেকে পিপিই উপকরণসমূহ হস্তান্তর করেন বিশিষ্ট সমাজসেবক গোলাম আজাদ ও অ্যাডভোকেট দেলোয়ার হোসেন। চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহীন হাসান চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেশব চক্রবর্তী ও করোনা ভাইরাস মোকাবেলায় কর্মরত সেনাবাহিনীর প্রতিনিধি পিপিই উপকরণসমূহ গ্রহন করেন।

বাংলাদেশ সময়: ০২০১ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২০
টিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।