ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ঘরের বাইরে আসায় ৬২ জনকে লাখ টাকা জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২০
ঘরের বাইরে আসায় ৬২ জনকে লাখ টাকা জরিমানা ঘরে থাকা নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রাম: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জারি করা সরকারি নির্দেশনা না মেনে অকারণে ঘরের বাইরে আসায় চট্টগ্রাম নগরে ৬২ জনকে ১ লাখ ১৪ হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৫ এপ্রিল) ২ শিফটে নগরের বিভিন্ন এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসনের ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। অভিযানে জেলা প্রশাসনের সঙ্গে সেনাবাহিনী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা অংশ নেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, অকারণে ঘরের বাইরে ঘোরাঘুরি, জরুরি সেবা ও পণ্য ব্যতীত অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা, অলি-গলিতে আড্ডাবাজি, গাড়ি-মোটরবাইকে যাতায়াত করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬২টি মামলায় ৬২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১ লাখ ১৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।