ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিআইটিআইডিতে পিপিই দিলেন মেয়র নাছির

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২০
বিআইটিআইডিতে পিপিই দিলেন মেয়র নাছির বিআইটিআইডি পরিচালকের হাতে পিপিই হস্তান্তর করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেজে (বিআইটিআইডি) কর্মরত চিকিৎসক, টেকনিশিয়ানদের ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম (পিপিই) দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

রোববার (৫ এপ্রিল) দুপুরে মেয়র বিআইটিআইডি পরিদর্শনে যান। এ সময় তিনি চিকিৎসকদের করোনা আক্রান্ত রোগীর নমুনা পরীক্ষার সময় আত্মনিরাপত্তার জন্য ৫০টি পিপিই সেট (মাস্ক, গাউন, গ্লাভস) ও ১৫টি গগলস দেন।

মেয়র নিরাপত্তা সরঞ্জাম সেটগুলো বিআইটিআইডি’র পরিচালক ডা. এমএ হাসান চৌধুরীর হাতে হস্তান্তর করেন।

এসময় মেয়র কর্তব্যরতদের উদ্দেশে বলেন, জীবনের ঝুঁকি নিয়ে আপনারা করোনা আক্রান্ত রোগীর নমুনা পরীক্ষার কাজ করছেন।

সরকারের নির্দেশনা বাস্তবায়নে জনস্বার্থে এ দায়িত্ব পালন করতে গিয়ে বিআইটিআইডি’র সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

নগরবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান মেয়র।

নিরাপত্তা সরঞ্জাম প্রদানের সময় প্যানেল মেয়র ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, বিআইটিআইডি’র উপপরিচালক ডা. হোসেন রশিদ, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক উপস্থিত ছিলেন।

এরপর বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার পক্ষ থেকে সভাপতি ডা. মুজিবুল হক খান ও সাধারণ সম্পাদক ফয়সল ইকবাল চৌধুরী বিআইটিআইডি কর্তৃপক্ষকে ১৫টি পিপিই ও ৪০০ মাস্ক দেন।

জীবাণুনাশক পানি ছিটিয়েছে চসিক

করোনা ভাইরাস প্রতিরোধে একাদশ দিনের মতো নগরীর কর্নেল হাট, একে খানসহ আশপাশে প্রায় ৫০ হাজার লিটার জীবাণুনাশক পানি ছিটিয়েছে চসিক। এ সময় উত্তর কাট্টলী আওয়ামী লীগের আহ্ববায়ক ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, আকবরশাহ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন, পাহাড়তলী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার কামাল উদ্দিন, আকবর শাহ থানা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবু সুফিয়ান, সাইদুর রহমান পুতুল, সফিকুল ইসলাম, জাফর আহমেদ, মো. ইলিয়াস, হারুনুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।