ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সন্ধ্যায় মুদি ও ওষুধ ছাড়া সব দোকান বন্ধের আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২০
সন্ধ্যায় মুদি ও ওষুধ ছাড়া সব দোকান বন্ধের আহ্বান

চট্টগ্রাম: করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে সন্ধ্যা ৬টার পর থেকে মুদি ও ওষুধের দোকান ছাড়া সব দোকান বন্ধের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

রোববার (৫ এপ্রিল) এক বিবৃতিতে চেম্বার সভাপতি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকার সাধারণ ছুটি বাড়িয়েছে, বিজিএমইএ ও বিকেএমইএ সব কারখানা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষের ঘরে থাকা অত্যন্ত জরুরি।

তাই শতবর্ষী চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টার পর থেকে মুদি দোকান ও ওষুধের দোকান ছাড়া সব দোকান বন্ধ রাখার আহ্বান জানাচ্ছি। প্রয়োজনে হাটবাজারও সন্ধ্যার পর বন্ধ রাখতে হবে।

তিনি ব্যবসায়ী, দোকানিসহ সবাইকে বিশ্বস্বাস্থ্য সংস্থা, সরকারের নির্দেশনা অনুযায়ী সুরক্ষা বিধি মেনে চলার পাশাপাশি কর্মহীন পেশাজীবী, অসহায়, নিম্নআয়ের লোকজনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২০
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।