ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গুজব রটানো হলে আইনগত ব্যবস্থা নেবে প্রশাসন: সিভিল সার্জন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২০
গুজব রটানো হলে আইনগত ব্যবস্থা নেবে প্রশাসন: সিভিল সার্জন

চট্টগ্রাম:  কেউ গুজব রটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছেন সিভিল সার্জন ডাক্তার শেখ ফজলে রাব্বী।

শনিবার (০৪ এপ্রিল) বিকেলে এক ভিডিও বার্তায় তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে বলে গুজব রটানো হচ্ছে।

বর্তমানে রোগীটি আগের চেয়ে ভালো রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল গুজব ছড়ানোর চেষ্টা করছে।
কেউ গুজব ছড়ানোর চেষ্টা করলে প্রশাসন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে।  

তিনি আরও বলেন, চট্টগ্রামে এখন পর্যন্ত যে দু জন করোনা রোগী শনাক্ত হয়েছে তার মধ্যে একজন ওমরাহ ফেরত এবং অপরজন ওমরাহ ফেরত রোগীর সংস্পর্শে এসেছিলেন। আমরা সকলে যদি সতর্ক এবং সচেতন থাকি তাহলে আমরা এ যেকোন পরিস্থিতি মোকাবিলা করতে পারবো।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২০
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।