ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জোবরা গ্রামে তরুণদের উদ্যোগে ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২০
জোবরা গ্রামে তরুণদের উদ্যোগে ত্রাণ বিতরণ জোবরা গ্রামে তরুণদের উদ্যোগে ত্রাণ বিতরণ।

চট্টগ্রাম: করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় ঘরে থাকা দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে হাটহাজারীর জোবরা গ্রামের একদল তরুণ।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে গ্রামের বিভিন্ন স্থানে দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চালানো হয়। এ সময় শতাধিক পরিবারের মাঝে ত্রাণ তুলে দেওয়া হয়।

গ্রামের সামর্থ্যবানদের সহযোগিতায় ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মো. এমরান, হাটহাজারী যুবলীগ নেতা মো. হানিফ, আনিস, হাসেম, সোহেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সদস্য মো. রাশেদ, ফতেপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. মামুন, সাবেক ছাত্রনেতা ইমতিয়াজ রাসেল প্রমুখ।

হাটহাজারী উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মো. আনোয়ার হোসেন জানান, দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের সবার উচিত গরীব ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানো।

সরকারের পাশাপাশি আমরা যদি প্রত্যেকে নিজ নিজ এলাকার দরিদ্রদের সহযোগিতায় এগিয়ে আসি, তাহলে করোনাযুদ্ধে আমরা অবশ্যই জয়ী হবো।

তিনি বলেন, ত্রাণ দেওয়ার পাশাপাশি এলাকার মানুষের মাঝে করোনা প্রতিরোধে কি করণীয় তা তুলে ধরা হয়েছে। সবাই যাতে নিয়মিত সবান দিয়ে হাত পরিষ্কার রাখে, জনসমাগম এড়িয়ে চলে সে বিষয়েও সচেতনতা কার্যক্রম চালানো হয়েছে গ্রামে। ত্রাণ বিতরণ ও সচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১০০ ঘন্টা, এপ্রিল ০৪, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।