ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ৩ চিকিৎসকসহ ১৮ জন কোয়ারেন্টিনে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২০
চট্টগ্রামে ৩ চিকিৎসকসহ ১৮ জন কোয়ারেন্টিনে

চট্টগ্রাম: করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর বেসরকারি ন্যাশনাল হাসপাতালের ৩ চিকিৎসকসহ ১৮ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।

শনিবার (০৪ এপ্রিল) সকাল ১০টায় তিনি বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনা পজিটিভ হওয়া রোগী এর আগে ন্যাশনাল হাসপাতালে চিকিৎসা নিয়েছিল।

তাই সেখানকার তিনজন চিকিৎসক, নার্সসহ মোট ১৮ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তবে পুরো হাসপাতাল লকডাউনের কোন প্রয়োজন নেই।

প্রসঙ্গত, শুক্রবার (৩ এপ্রিল) ৩২ জনের নমুনা পরীক্ষা করা হয় চট্টগ্রাম বিআইটিআইডি’তে। এতে একজনের শরীরে করোনা পজেটিভ রয়েছে বলে শনাক্ত হয়। এরপরই দামপাড়া এলাকায় বাড়ি লকডাউন করে কর্তৃপক্ষ।

বিদেশফেরত আত্মীয়ের অবস্থানের খবর পেয়ে প্রাথমিক তদন্ত করতে করোনা শনাক্ত হওয়ার আগে বৃহস্পতিবার দামপাড়ায় ওই ব্যক্তির বাসায় যাওয়া চকবাজার থানার এক উপ-পরিদর্শককে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলে বাংলানিউজকে জানান সিএমপির সহকারী কমিশনার (চকবাজার জোন) মুহাম্মদ রাইসুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১০১১ ঘন্টা, এপ্রিল ০৪, ২০২০
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।