ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়াবে সিএমপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২০
মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়াবে সিএমপি

চট্টগ্রাম: করোনা ভাইরাসের কারণে উপার্জন কমে যাওয়ায় অনেক মধ্যবিত্ত পরিবার কষ্টে আছেন। লোকলজ্জার কারণে কারও কাছে তা প্রকাশ করতে পারছেন না। এমন সব মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

পুলিশের হটলাইন নাম্বার বা সংশ্লিষ্ট জোনের ঊর্ধ্বতন কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) মোবাইল নাম্বারে কল করে জানালে বা এসএমএসের মাধ্যমে জানালে ওই পরিবারের কাছে খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছে যাবে সিএমপির সদস্যরা। পুরো প্রক্রিয়াটিতে গোপনীয়তা রক্ষা করা হবে যাতে ওই পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন না হয়।

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান চার জোনের উপ-কমিশনার (ডিসি) ও থানার ওসিদের এ নির্দেশনা দিয়েছেন বলে সিএমপি সূত্রে জানা গেছে।

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বাংলানিউজকে বলেন, পুলিশ সদস্যরা হতদরিদ্র, দিনমজুর ও অসহায় পরিবারের কাছে খাদ্য সামগ্রী বিতরণ করছে।

তাদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে। কিন্তু যারা মধ্যবিত্ত পরিবারে আছেন, সামাজিক মর্যাদার কারণে তাদের অভাবের বিষয়ে কাউকে বলতে চান না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, তাদের পাশে দাঁড়াবো।

তিনি বলেন, জোনের ঊর্ধ্বতন কর্মকর্তা বা থানার ওসিদের মোবাইল ফোনে জানালে পুলিশ সদস্যরা খাদ্য সামগ্রী নিয়ে ওই ব্যক্তির কাছে পৌঁছে দেবেন। পুরো প্রক্রিয়াটিতে গোপনীয়তা রক্ষা করা হবে যাতে ওই পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন না হয়।

** সিএমপি’র হটলাইন: ০১ ৪০০-৪০০ ৪০০, ০১৮ ৮০ ৮০ ৮০ ৮০।

** উত্তর বিভাগ: চান্দগাঁও থানা- 01769695669, পাঁচলাইশ থানা- 01769695670, বায়েজিদ বোস্তামী থানা- 01769695668, খুলশী থানা- 01769695666.

** দক্ষিণ বিভাগ: কোতোয়ালী থানা- ০১৭৬৯-৬৯৫৬৬৫, বাকলিয়া থানা- ০১৭৬৯-৬৯৫৬৬৭, চকবাজার থানা- ০১৭৬৯-৬৯৫৬৭৯, সদরঘাট থানা- ০১৭৬৯-৬৯৫৬৮০।

** পশ্চিম বিভাগ: ডবলমুরিং থানা- 017 69695 671, হালিশহর থানা- 017 6969 5673, পাহাড়তলী থানা- 017 6969 5672, আকবরশাহ থানা- 017 6969 5678.

** বন্দর বিভাগ: বন্দর থানা- 01769058149, 01769695674, ইপিজেড থানা- 01769691106, 01769695677, পতেঙ্গা থানা- 01769058150, 01769695675, কর্ণফুলী থানা- 01769058151, 01769695676.

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২০
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।