ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ক্যাম্পাসের রিকশাচালকদের ত্রাণ দিল ছাত্রলীগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০২০
ক্যাম্পাসের রিকশাচালকদের ত্রাণ দিল ছাত্রলীগ রিকশাচালকদের হাতে ত্রাণ তুলে দেন চবি ছাত্রলীগ নেতারা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ত্রাণ বিতরণ করেছে শাখা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে ক্যাম্পাসের ৬৫ জন রিকশাচালকের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন শাখা ছাত্রলীগের নেতারা।

ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, নিজেদের সাধ্যমতো আমরা দরিদ্র মানুষকে সহযোগিতার চেষ্টা করছি।

এ পরিস্থিতিতে আল্লাহর সহযোগিতা ও মানুষের সচেতনতা প্রয়োজন।

দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা বঙ্গবন্ধু দিয়েছেন।

সারাদেশে বাংলাদেশ ছাত্রলীগ মানুষের সহযোগিতায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে যাচ্ছে। তাই এ সময়ে কারও ভুল না ধরে সবাই একে অপরকে মানবিক কাজে উৎসাহিত করতে হবে। নিজের জায়গা থেকে দেশ ও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হবে।  

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।