ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফটো সাংবাদিকদের পিপিই দিয়েছে এএনএফএল প্রপার্টিজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ২, ২০২০
ফটো সাংবাদিকদের পিপিই দিয়েছে এএনএফএল প্রপার্টিজ ফটো সাংবাদিকদের জন্য ব্যক্তিগত সুরক্ষা পোশাক (পিপিই) দিয়েছে এএনএফএল প্রপার্টিজ

চট্টগ্রাম: চট্টগ্রামে করোনাভাইরাস মোকাবেলায় দায়িত্ব পালনরত ফটো সাংবাদিকদের জন্য ব্যক্তিগত সুরক্ষা পোশাক (পিপিই) দিয়েছেন এএনএফএল প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক আহসানুল করিম ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে এসব পিপিই দেওয়া হয়।

এ সময় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি মোহাম্মদ আলী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ সভাপতি মনজুর কাদের মনজু, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, যুগ্ম সম্পাদক নজরুল ইসলামসহ প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

সমাজের সব শ্রেণি ও পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় করোনা ভাইরাসের প্রভাব আমাদের মোকাবেলা করতে হবে উল্লেখ করে আহসানুল করিম সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সফলতা আসবে বলে আশা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad