ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১৪ নমুনা পরীক্ষা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০২০
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১৪ নমুনা পরীক্ষা

চট্টগ্রাম: বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ, বিআইটিআইডিতে গত ২৪ ঘণ্টায় ১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইটিআইডি’র মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক শাকিল আহমদ।

তিনি বাংলানিউজকে বলেন, আজ ১৪টি নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়েছে।

মোট এখন পর্যন্ত নমুনা পরীক্ষার সংখ্যা ৫৫টি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বাংলানিউজকে বলেন, গতকাল পর্যন্ত ৪১টি নমুনা পরীক্ষা করা হয়।

এছাড়া আইসোলেশনে রয়েছে ৬ জন।

বাংলাদেশ সময়: ১৫৩০ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।