ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কর্মহীন ২০০ বেদে পরিবার পেল খাদ্য সামগ্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, এপ্রিল ২, ২০২০
কর্মহীন ২০০ বেদে পরিবার পেল খাদ্য সামগ্রী

চট্টগ্রাম: করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন ২০০ বেদে পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।  

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামাল হোসেন বাংলানিউজকে জানান, করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া প্রায় ২০০ বেদে পরিবারকে আমরা ত্রাণ সহায়তা দিয়েছি।



তিনি জানান, ডিসি স্যারের নির্দেশে প্রতিটি পরিবারকে প্রাথমিকভাবে ১০ কেজি চাল এবং ২ কেজি ডাল দেওয়া হয়েছে। প্রয়োজনে জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও ত্রাণ সামগ্রী আমরা দেবো।


‘করোনার এই সময়ে চট্টগ্রামে একজন মানুষও অভুক্ত থাকবেন না। দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষের কাছে আমরা ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছি। আমাদের কাছে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী আছে। সবার কাছেই আমরা ত্রাণ সহায়তা পৌঁছে দেবো। ’ যোগ করেন জেলা প্রশাসনের এ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।