ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অভুক্ত দিনমজুরের ফোন পেয়ে খাবার পাঠালেন ইউএনও

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০২০
অভুক্ত দিনমজুরের ফোন পেয়ে খাবার পাঠালেন ইউএনও ছবি প্রতীকী

চট্টগ্রাম: স্বামী মারা গেছেন আগেই। ২ মেয়ে, ১ ছেলে আর শাশুড়ির মুখে খাবার তুলে দিতে একটি প্রতিষ্ঠানে দৈনিক ১০০ টাকা বেতনে দিনমজুরের কাজ করতেন তিনি।

করোনার প্রভাবে ৮ দিন ধরে বন্ধ প্রতিষ্ঠান। তাই দিনমজুর ফেরদৌস আক্তার হয়ে পড়েন বেকার।

পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দেওয়া কঠিন হয়ে দাঁড়ায় তার কাছে।

হাটহাজারীর বুড়িশ্চর এলাকার বাসিন্দা ফেরদৌস আক্তার নিরুপায় হয়ে ত্রাণের আশায় ফোন দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিনের কাছে।

সাড়াও মেলে দ্রুত। অভুক্ত দিনমজুর ফেরদৌস আক্তারের বাড়ি গিয়ে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ এবং ২ লিটার তেল দিয়ে আসেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

ইউএনও মো. রুহুল আমিন বাংলানিউজকে জানান, ৩৩৩ থেকে নম্বর নিয়ে বুধবার রাতে এক নারী ফোন দিয়ে জানান, খাবারের অভাবে তার পরিবারের সদস্যরা না খেয়ে আছে। আমরা তার ঠিকানা নিয়ে দ্রুত তার পরিবারের জন্য খাবার পাঠিয়েছি।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad