ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নিম্নআয়ের লোকের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছে নৌবাহিনী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, এপ্রিল ১, ২০২০
নিম্নআয়ের লোকের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছে নৌবাহিনী নিম্নআয়ের লোকজনকে ত্রাণ দিচ্ছে নৌবাহিনী

চট্টগ্রাম: দেশে করোনাভাইরাস সংক্রমণরোধে বাংলাদেশ সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের কাছ থেকে সংগ্রহ করা রেশন নিম্নআয়ের লোকজনের কাছে ত্রাণ হিসেবে পৌঁছে দেওয়া হচ্ছে।

নগরের টাইগারপাস, লালখান বাজার, দেওয়ান হাট সংলগ্ন রেললাইনের পাশের বস্তি ও তৎসংলগ্ন এলাকার কর্মহীন নিম্নআয়ের মানুষের মধ্যে চাল, ডাল, তেল, লবণ, চিনি ও সাবান বিতরণ করা হয়।

এ ছাড়া চট্টগ্রাম নৌবাহিনীর দায়িত্বে থাকা ভোলা, মনপুরা, হাতিয়া, সন্দ্বীপ, টেকনাফ, মহেশখালী এলাকায় স্থানীয় জনসাধারণের মধ্যে সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করা, বিভিন্ন দুর্গম এলাকায় ভাইরাস সংক্রমিত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা, বিদেশফেরত নাগরিকদের কোয়ারেন্টিন নিশ্চিত করাসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান অব্যাহত রেখেছে বাংলাদেশ নৌবাহিনী।

দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এ কার্যক্রম চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।