ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

গরিবদের মধ্যে নিত্যপণ্য বিতরণ পায়েল ফাউন্ডেশনের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪১, মার্চ ৩১, ২০২০
গরিবদের মধ্যে নিত্যপণ্য বিতরণ পায়েল ফাউন্ডেশনের গরিবদের মধ্যে খাবার বিতরণ করে পায়েল ফাউন্ডেশন

চট্টগ্রাম: শহীদ সাইদুর রহমান পায়েল ফাউন্ডেশনের পক্ষ থেকে গরিব অসহায় মানুষদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) এসব সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ফাহাদ চৌধুরী দিপু, উপদেষ্টা আব্দুল করিম সোহাগ, নগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক গোলাম ছামদানী জনি, সাইফ পাওয়ারটেক লিমিটেডের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ রেজাউল করিম,  দেলোয়ার হোসেন, হামিদুল হক রনি, শেখ রাসেল স্মৃতি সংসদের ফয়সাল মাহমুদ, শহীদ পায়েলের বন্ধু এবং মামুরা।

এ ছাড়া ফাউন্ডেশনের পক্ষ থেকে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের হাতে তুলে দেওয়া হয় কিছু পিপিই, হ্যান্ড গ্লাভস, হ্যান্ডওয়াশ ও হ্যান্ড স্যানিটাইজার।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।