ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

করোনা কিটে ৩৩টি নমুনা পরীক্ষা চট্টগ্রামে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
করোনা কিটে ৩৩টি নমুনা পরীক্ষা চট্টগ্রামে

চট্টগ্রাম: ঢাকার বাইরে সীতাকুণ্ডের বিআইটিআইডিতে করোনা শনাক্ত কার্যক্রম শুরুর পর থেকে এ পর্যন্ত ৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি।  গত ২৬ মার্চ থেকে চট্টগ্রামে শুরু হয় করোনা শনাক্তের পরীক্ষা।

তিনি বলেন, এখন পর্যন্ত আমরা ৩৩টি নমুনা পরীক্ষা করেছি। এর মধ্যে আজ ৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এ ছাড়া গতকাল পর্যন্ত ২৭টি নমুনা পরীক্ষা করা হয়।

চট্টগ্রামে করোনা মোকাবিলায় প্রশাসন বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সিভিল সার্জন অফিসে খোলা হয়েছে একটি নিয়ন্ত্রন কক্ষ। শুধু তাই নয় যে সব হটলাইন নাম্বার রয়েছে ওই সব নাম্বারে যোগাযোগ করে সেবা নিতে পারবেন। তা ছাড়া অন্য রোগীদের সুবিধার্থে টেলি মেডিসিন সেবাও চালু করা হয়েছে।

>> করোনা স্ক্রিনিং কিট বিআইটিআইডিতে দিলেন নওফেল

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।