ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

করোনা প্রতিরোধ: স্বস্তির নিশ্বাস রাতের নগরে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
করোনা প্রতিরোধ: স্বস্তির নিশ্বাস রাতের নগরে রাতের চট্টগ্রাম। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: ‘বিস্তীর্ণ দুপারের, অসংখ্য মানুষের হাহাকার শুনেও, নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি-গঙ্গা বইছ কেন’? ভূপেন হাজারিকার গানের কথার মতোই যেন রূপ নিয়েছে রাতের চট্টগ্রাম নগরী।

ছলছলাৎ শব্দে বইছে কর্ণফুলী নদীর ঢেউ। তার শব্দ একাকি পথিকের কানে এলেও নেই চিরচেনা গাড়ির শব্দ।

রাতের নিস্তব্দতা ভেঙে কখনো কখনো ক্ষুধার্ত কুকুরের চিৎকারও কানে আসে।

ফুটপাতে শুয়ে থাকা ভবঘুরে ঘুম ভেঙে বিরক্ত হয়ে ফিরে তাকায় চারপাশে।

তারপর আবারও হারিয়ে যায় গভীর ঘুমে। নিয়ন আলোয় জেগে থাকা শহর, শহরের পরিবেশ এখন যেন বদলেই গেছে।

রাতের চট্টগ্রাম: ছবি: বাংলানিউজকরোনাভাইরাসের মহামারী ঠেকাতে জনসাধারণকে ঘরে থাকার নির্দেশনা দেওয়ার পর এ শহরের দৃশ্যপট এখন এমনই। সজীব পাতায়ও নেই তেমন ধুলোর আস্তরণ।

বন্ধের সময়েও ছুটি নেই যেসব কর্মজীবীর- তারাই এখন আছেন সড়কে। আইনশৃঙ্খলা বাহিনীর টহল ভ্যান, কাজ শেষে ঘরে ফেরা দুয়েকজন মানুষ আর দুয়েকটি রিকশা টেনে নিয়ে যাওয়া চালকই পথের সঙ্গী।

রাতের চট্টগ্রাম।  ছবি: বাংলানিউজকরোনাযুদ্ধ জয়ে জনসাধারণের এই প্রচেষ্টা কুড়াচ্ছে প্রশংসা। নিজেদের বাঁচাতে, নতুন প্রজন্মকে বাঁচাতে স্বেচ্ছায় ঘরে থাকা মানুষের কল্যাণে নগর যেন স্বস্তির নিশ্বাস ফেলছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
এসএস/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।