ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গলায় জ্যান্ত মাছ আটকে এক ব্যক্তির মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
গলায় জ্যান্ত মাছ আটকে এক ব্যক্তির মৃত্যু 

চট্টগ্রাম: চন্দনাইশে পুকুরে মাছ ধরতে গিয়ে গলায় মাছ আটকে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) চন্দনাইশ উপজেলার পশ্চিম বাইনজুরী গ্রামের হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম তৌফিক মোহাম্মদ ওসমানী। তার বয়স ৫১ বছর।

পিতা নাম মৃত ওসমান গনি।  

জানা গেছে, প্রতিবেশীর পুকুরে মাছ ধরতে যায় তৌফিক।

এ সময় একটা কৈ মাছ মুখে নিয়ে আরেকটা মাছ ধরতে পানিতে ডুব দেয়। হঠাৎ মাছটি মুখের ভিতর চলে গেলে গলায় আটকে যায়। এতে  অজ্ঞান হয়ে পড়ে তৌফিক। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, অজ্ঞান অবস্থায় এক লোককে হাসপাতালে আনা হয়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। জানা গেছে তার গলায় একটি মাছ আটকে ছিল।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।