ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চসিক কাউন্সিলরদের উদ্যোগে করোনা প্রতিরোধে অভিযান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
চসিক কাউন্সিলরদের উদ্যোগে করোনা প্রতিরোধে অভিযান জীবাণুনাশক ছিটিয়েছেন কাউন্সিলর মোহাম্মদ সাহেদ ইকবাল বাবু।

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলরদের উদ্যোগে নিজ নিজ ওয়ার্ডে করোনা প্রতিরোধে চলছে পরিচ্ছন্নতা অভিযান।

নগরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে স্থানীয় স্বেচ্ছাসেবক, ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় তারা প্রচারণা চালাচ্ছেন। এছাড়া প্রতিদিন ওয়ার্ডের বিভিন্ন অলি-গলিতে ছিটানো হচ্ছে জীবাণুনাশক স্প্রে।

বিতরণ করা হচ্ছে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার।

জীবাণুনাশক ছিটিয়েছেন কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দীন|জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সাহেদ ইকবাল বাবু ওয়ার্ডের বিভিন্ন এলাকায় স্বেচ্ছাসেবকদের নিয়ে জীবাণুনাশক ছিটিয়েছেন।

বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দীন ওয়ার্ডের বিভিন্ন অলি-গলিতে জীবাণুনাশক স্প্রে করেছেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রচারণা চালাচ্ছেন।

পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন। জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন ওয়ার্ডের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে তদারকি ছাড়াও পুরো নগরের বর্জ্য নিয়মিত পরিষ্কারে পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে কাজ করছেন। তিনি এলাকায় বিতরণ করেছেন মাস্ক।

আন্দরকিল্লা ওয়ার্ডে জীবাণুনাশক ছিটিয়েছেন কাউন্সিলর জহরলাল হাজারী। এছাড়া স্থানীয় ফায়ার সার্ভিস, পুলিশ ও স্বেচ্ছাসেবকদের নিয়ে আন্দরকিল্লা ওয়ার্ডে জীবাণুনাশক ছিটিয়েছেন কাউন্সিলর জহরলাল হাজারী। ওয়ার্ডের অধীন অসহায় দরিদ্র পরিবারের সন্ধান জানা থাকলে তাকে জানাতে বলেছেন কাউন্সিলর জহরলাল হাজারী। গোপনীয়তা বজায় রেখে এসব অসহায়দের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।