ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে ছিটানো হলো জীবাণুনাশক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
চবিতে ছিটানো হলো জীবাণুনাশক চবিতে ছিটানো হলো জীবাণুনাশক

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে ক্যাম্পাসে জীবাণুনাশক ছিটানো হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় এ কার্যক্রমের তদারকি করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও বিশ্ববিদ্যালয় প্রক্টর এস এম মনিরুল হাসান।

এসময় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে নানা ব্যবস্থা গ্রহণ করেছে।

ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়া ক্যাম্পাস জীবাণুমুক্ত রাখার অংশ হিসেবে জীবাণুনাশক ছিটানো হচ্ছে।
এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর হানিফ মিয়া, আতিকুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আবু সাঈদ।

বাংলাদেশ সময় : ১৩০০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।