ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

খাদ্য সামগ্রী নিয়ে অসহায় মানুষের বাড়িতে পুলিশ সুপার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
খাদ্য সামগ্রী নিয়ে অসহায় মানুষের বাড়িতে পুলিশ সুপার খাদ্য সামগ্রী নিয়ে অসহায় মানুষের বাড়িতে পুলিশ সুপার।

চট্টগ্রাম: বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী রূপ ধারণ করায় বাংলাদেশে এ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে গত ২৬ মার্চ হতে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সকল সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এতে গরিব, দিনমজুর, নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পরিবারের ভরন-পোষণ যোগাতে পারছে না। এ ধরনের মানুষের সাহায্যার্থে সোমবার (৩০ মার্চ) চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ হতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) ২ হাজার পরিবারের মধ্যে ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি লবন সম্বলিত প্যাকেট বিতরণের জন্য জেলার ১৬টি থানা এলাকার অফিসার ইনচার্জ এর কাছে পাঠানো হয়েছে।

খাদ্য সামগ্রী নিয়ে অসহায় মানুষের বাড়িতে পুলিশ সুপার।                                             <div class=

" src="https://www.banglanews24.com/media/imgAll/2020March/bg/Bg-555555520200330124445.jpg" style="margin:1px; width:100%" />চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) এসএম রশিদুল হক নিজে উপস্থিত হয়ে অসহায় পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।

সোমবার সকালে আনোয়ারা থানাধীন গুচ্ছগ্রাম এলাকায় ৭০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন এসপি এসএম রশিদুল হক। পরে তিনি পটিয়া এলাকায় যান।

এসপি এসএম রশিদুল হক বাংলানিউজকে বলেন, করোনা ভাইরাসের কারণে উপার্জন বন্ধ থাকায় অসহায় হয়ে পড়া পরিবারের কাছে জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণের কাজ শুরু করেছি। সোমবার জেলার ১৬ থানায় ২ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

জেলা পুলিশের এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান পুলিশ সুপার।

পুলিশ সুপার এসএম রশিদুল হক ছাড়াও জেলার অন্যান্য এলাকায় অসহায় মানুষের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) একেএম এমরান ভূঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মহিউদ্দিন মাহমুদ সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোহাম্মদ আফরুজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. জাহাংগীরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।