ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মানুষকে টেলিফোনে চিকিৎসাসেবা দিতে ফারাজের উদ্যোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
মানুষকে টেলিফোনে চিকিৎসাসেবা দিতে ফারাজের উদ্যোগ মানুষকে টেলিফোনে চিকিৎসাসেবা দিতে উদ্যোগ নিয়েছেন ফারাজ করিম চৌধুরী

চট্টগ্রাম: বিশ্বজুড়ে সৃষ্ট মহামারী করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে চলমান সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ পরিস্থিতিতে মোবাইল ফোনের মাধ্যমে করোনাভাইরাসের উপসর্গ ও জ্বর, কাশি, সর্দি থেকে শুরু করে নানা ধরনের চিকিৎসাসেবা ও পরামর্শ দেবেন চট্টগ্রামের স্বনামধন্য ডাক্তাররা।

রাউজানের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর বড় ছেলে তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরীর প্রচেষ্টায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চিকিৎসাসেবা দেবেন সাউদার্ন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. জয়ব্রত দাশ (01819318334), বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ডা. আরিফুল আমিন (01819319698), চট্টগ্রাম মেডিক্যাল কলেজের নিউরোমেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. জামান আহমেদ (01813156578), মেডিসিন ও হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. হোসেন আহমেদ (01979953562), সহকারী সার্জন ডা. নাসরিন আকতার (01815002666)।

বৃহত্তর চট্টগ্রামের যেকোনো এলাকার মানুষ ডাক্তারদের ব্যক্তিগত নাম্বারে ফোন করে জেনে নিতে পারবেন প্রয়োজনীয় চিকিৎসার পরামর্শ।

ফারাজ করিম চৌধুরী সবাইকে নির্দ্বিধায় ডাক্তারদের নাম্বারে ফোন করে চিকিৎসাসেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।