ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

অসহায় ২০০ পরিবার পেলো পুলিশের সহায়তা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৪, মার্চ ২৯, ২০২০
অসহায় ২০০ পরিবার পেলো পুলিশের সহায়তা ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

চট্টগ্রাম: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের ঘোষিত টানা ১০ দিনের ছুটির কারণে উপার্জন না হওয়ায় অসহায় অবস্থায় রয়েছেন এমন ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

রোববার (২৯ মার্চ) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর জোনের উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সিএমপির উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) বিজয় বসাক নিজে এসব পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।

খাবার সামগ্রীর প্রত্যেক প্যাকেটে পাঁচ কেজি করে চাল, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, দুই কেজি আলু, এক লিটার সয়াবিন তেল, সাবান ও বিস্কুট দেওয়া হয়।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর-প্রশাসন) মো. আশিকুর রহমান বাংলানিউজকে জানান, সিএমপি কমিশনার স্যারের নির্দেশে উত্তর জোনের পক্ষ থেকে রোববার বিকেলে বিভিন্ন এলাকায় গিয়ে ২০০ অসহায় পরিবারের হাতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রাতেও বিতরণ করা হচ্ছে। যারা খুব অসহায় তাদের খুঁজে বের করে এসব খাদ্য সামগ্রী বিতরণ করছি আমরা।

আশিকুর রহমান জানান, উত্তর জোনের পক্ষ থেকে মোট ২ হাজার অসহায় পরিবারের কাছে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।