রোববার (২৯ মার্চ) সিএমপির গণসংযোগ শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান নগরের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) এ নির্দেশনা দেন।
তবে অনুমতির সঙ্গে বেশ কিছু শর্ত দেওয়া হয়। এসব শর্তের মধ্যে রয়েছে: শুধু খাবার সংগ্রহ করে বাসায় পার্সেল করে নেওয়া যাবে।
কোনো রেস্টুরেন্ট বা খাবার দোকান যদি এসব শর্ত না মানেন তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় সিএমপির পক্ষ থেকে।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিক বাংলানিউজকে বলেন, করোনা ভাইরাসের কারনে সারাদেশের মতো চট্টগ্রাম মহানগর এলাকায় বন্ধ থাকা খাবার দোকান, বেকারী ও রেস্টুরেন্ট চালু করার অনুমতি দিয়েছেন সিএমপি কমিশনার স্যার। নাগরিকদের সুবিধার জন্য শর্ত সাপেক্ষে এ অনুমতি দেওয়া হয়। কেউ শর্ত ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানার ওসিদের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
এসকে/টিসি