চট্টগ্রাম: করোনাভাইরাস শনাক্তের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২২ জনের নমুনা পরীক্ষা করেছে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রিপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)।
রোববার (২৯ মার্চ) বিকেলে বিষয়টি জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ডা. মো. আবুল হাসান।
তিনি বাংলানিউজকে বলেন, গত কয়েকদিনে ২২ জনের করোনা শনাক্তের পরীক্ষা করা হয়েছে।
এদের মধ্যে আজ (২৯ মার্চ) এখন পর্যন্ত মাত্র ২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার কাজ চলছে।
তিনি বলেন, পরীক্ষার রিপোর্ট ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়।
সেখান থেকেই ঘোষণা করা হয় পরীক্ষার ফলাফল।
এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা রোগী শনাক্ত হয়নি। এরই মধ্যে করোনা পরিস্থিতি মোকাবিলায় মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন। প্রশাসনকে সহায়তা করছে সেনাবাহিনী ও নৌবাহিনী।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
এমএম/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।