bangla news

রোটারিয়ান আবু হাসনাতের উদ্যোগে শুকনো খাবার বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৩-২৮ ৯:৩৬:৫৫ এএম
শুকনো খাবার বিতরণ করেন এডিসি আব্দুর রউফ ও রোটারিয়ান আবু হাসনাত চৌধুরী।

শুকনো খাবার বিতরণ করেন এডিসি আব্দুর রউফ ও রোটারিয়ান আবু হাসনাত চৌধুরী।

চট্টগ্রাম: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের নির্দেশে জরুরী প্রয়োজন ছাড়া জনসাধারণকে বাইরে ঘোরাফেরা না করতে অনুরোধ জানানো হয়েছে। এর প্রেক্ষিতে দরিদ্র মানুষের দুর্দশা লাঘবে এগিয়ে এসেছেন রোটারিয়ান আবু হাসনাত চৌধুরী।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় নগরীর চেরাগী পাহাড় এলাকায় রোটারিয়ান আবু হাসনাত চৌধুরীর উদ্যোগে এনজিও সংস্থা ইকো’র সহায়তায় ১১০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, লবণ, চিনি ও সাবান বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিএমপির এডিসি (দক্ষিণ) আব্দুর রউফ, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ বোখারী আজম, মো. আজাদ, ইকবাল মুন্না, মিঠুন নন্দী, তাপস দে, সুমন দাশ, টিংকু বিশ্বাস, জয় মল্লিক, মো. ফয়সাল, জয় সেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
এসি/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2020-03-28 09:36:55