ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৩য় দিনের মতো জীবাণুনাশক পানি ছিটালেন মেয়র নাছির

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
৩য় দিনের মতো জীবাণুনাশক পানি ছিটালেন মেয়র নাছির জীবাণুনাশক পানি ছিটালেন মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: নগরীকে করোনা ভাইরাসমুক্ত রাখতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের উদ্যোগে ব্লিচিং পাউডারযুক্ত পানি ছিটানো কার্যক্রম অব্যাহত রয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) ৩য় দিনে নগরের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আশপাশের এলাকা, জিইসি মেডিক্যাল সেন্টার ও প্রিমিয়ার ইউনিভার্সিটি চত্বর, ও.আর নিজাম আবাসিক এলাকায় নিজ হাতে পানি ছিটিয়েছেন চসিক মেয়র।

করোনা ভাইরাসের বিস্তার ও সংক্রমণ প্রতিরোধে নগরীর ৪১টি ওয়ার্ডের সকল সড়ক এলাকা, বাজার, আদালত ভবন, বিপণী বিতানসহ জনসমাগম সংশ্লিষ্ট স্থানে চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে জীবাণুনাশক ব্লিচিং পাউডার মিশ্রিত পানি ছিটানো কার্যক্রম চলছে।

১৬ হাজার লিটার ধারণক্ষমতা সম্পন্ন ৩টি ওয়াটার ভাউজারের মাধ্যমে এই পানি ছিটানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।