ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

করোনা: ব্লিচিং পাউডারের পানি ছিটাচ্ছে ফায়ার সার্ভিস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
করোনা: ব্লিচিং পাউডারের পানি ছিটাচ্ছে ফায়ার সার্ভিস ব্লিচিং পাউডারের পানি ছিটাচ্ছে ফায়ার সার্ভিস

চট্টগ্রাম: করোনাভাইরাস প্রতিরোধে রাস্তাঘাটসহ জনসমাগম হয়- এমন এলাকাগুলোতে জীবাণুনাশক ছিটানোর কাজ শুরু করেছে চট্টগ্রাম ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১২টায় নগরের সিনেমা প্যালেস থেকে এ পানি ছিটানোর কাজ শুরু করে তারা।

নন্দনকানন ফায়ার স্টেশন থেকে ৫টি গাড়ি পানি ছিটানোর কাজ করছে।

এরমধ্যে তিনটি আড়াইশ সিসির গাড়ি, একটি ৬ হাজার লিটার পানি বহনকারী গাড়ি রয়েছে।

নন্দনকানন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার সিনেমা প্যালেস থেকে আন্দরকিল্লাসহ আশপাশের এলাকায় পানি ছিটানো হচ্ছে।

চট্টগ্রাম জোন-টু এর উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী বাংলানিউজকে বলেন, প্রথম দিন আন্দরকিল্লাসহ আশপাশের এলাকায় পানি ছিটানো হচ্ছে। পর্যায়ক্রমে পুরো শহরে ব্লিচিং পাউডারের পানি ছিটাবে ফায়ার সার্ভিস।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad