bangla news

শিল্পকলা একাডেমির উদ্যোগে হ্যান্ড সেনিটাইজার বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৩-২৬ ১১:৪৬:৪০ এএম
হ্যান্ড সেনিটাইজার বিতরণ

হ্যান্ড সেনিটাইজার বিতরণ

চট্টগ্রাম: করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে হ্যান্ড সেনিটাইজার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) একাডেমির সম্মুখের রাস্তায় নানা শ্রেণি পেশার পথচারি ও চালকদের মাঝে হ্যান্ড সেনিটাইজার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, যুগ্ম-সম্পাদক মঈন উদ্দিন কোহেল, নির্বাহী সদস্য অঞ্চল চৌধুরী, বাপ্পা চৌধুরী, সাংবাদিক সাইদুল ইসলাম ও জেলা কালচারাল অফিসার মো. মোসলেম উদ্দিন।

এসময় তারা বলেন, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হলে পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। সাবান ও পানি দিয়ে ঘনঘন হাত ধোয়ার পাশাপাশি হ্যান্ড সেনিটাইজার ব্যবহার করতে হবে। এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে জনগণকে আতংকিত না হয়ে সচেতন হতে হবে। সব সময় সাবধানতা অবলম্বনের মাধ্যমে চলাফেরা করলে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া সম্ভব। তারা জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানান।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
এসি/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-03-26 11:46:40