ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দিনমজুরদের পাশে চবি'র ব্যাংকিং বিভাগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
দিনমজুরদের পাশে চবি'র ব্যাংকিং বিভাগ চবি ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের উদ্যোগে দিনমজুরদের চাল, ডাল দেওয়া হচ্ছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: বিশ্বব্যাপী করোনাভাইরাস প্রতিরোধে দিনমজুর, শ্রমিক ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সচেতন মহল। 'দূরে থেকে পাশে দাড়াই, অনাহারীর আহার যোগাই' স্লোগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের উদ্যোগে দিনমজুরদের মধ্যে বিতরণ করছে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যসামগ্রী।

বুধবার (২৫ মার্চ) চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট, জিইসি, লালখান বাজার ও টাইগারপাস এলাকায় এসব নিত্যপ্রয়োজনীয় জিনিস বিতরণ করেন তারা।

বিভাগের শিক্ষার্থীরা বলেন, সমাজের প্রতি নিজেদের দায়িত্ব থেকে এ উদ্যোগ নিয়েছি আমরা।

বৈশ্বিক বিপর্যয়ে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের উচিত মানবিক কাজে এগিয়ে আসা।

বিভাগের প্রভাষক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ রিফাত রহমান বাংলানিউজকে বলেন, দেশের এমন সংকটকালে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে আমাদের।

বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতায় আমরা প্রথম ধাপে ২৫০টি পরিবারকে সহযোগিতা করেছি। যতদিন এ সংকট থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না ততদিন আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।