bangla news

করোনা: কমছে বিদ্যুৎ-গ্যাসের ব্যবহার, ভিড় পেট্রলপাম্পে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৩-২৫ ৮:০১:১০ পিএম
ভিড় বাড়ছে পেট্রলপাম্পে। ছবি: সোহেল সরওয়ার

ভিড় বাড়ছে পেট্রলপাম্পে। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: করোনাভাইরাস প্রতিরোধমূলক ব্যবস্থার কারণে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। শিল্প-কারখানাও বন্ধের পথে। এতে চট্টগ্রামে কমছে বিদ্যুৎ ও গ্যাসের ব্যবহার।

এদিকে গণপরিবহন বন্ধ থাকায় উবার, পাঠাও, সহজ রাউডের মতো মোটরসাইকেলের ব্যবহার বাড়ায় ডিজেল, অকটেনের ব্যবহার বেড়েছে। এতে ভিড় বাড়ছে বিভিন্ন পেট্রলপাম্পে। তবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ’র (বিআরটিএ) নির্দেশনা মোতাবেক বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে ৪ এপ্রিল তারিখ পর্যন্ত সব ধরনের রাইড শেয়ারিং সেবা বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সূত্র মতে, চট্টগ্রামে প্রায় ৮ লাখ বিদ্যুতের গ্রাহক রয়েছেন। এর মধ্যে ৩০ ভাগ গ্রাহক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প-কারখানার। এসব গ্রাহকের দৈনিক সাড়ে ৭০০ থেকে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন।

এ ছাড়া চট্টগ্রামে গ্যাসের গ্রাহক প্রায় ৬ লাখ। এর মধ্যে আবাসিক গ্রাহকের সংখ্যা ৫ লাখ ৮০ হাজারের বেশি। বাকিগুলো শিল্পখাত পর্যায়ের গ্রাহক। গ্যাসের চাহিদা রয়েছে ৫০০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে শিল্পখাত পর্যায়ে চাহিদা রয়েছে ২৫০ মিলিয়ন ঘনফুটের বেশি। ২২৪ মিলিয়ন ঘনফুট আবাসিক পর্যায়ে গ্যাসের চাহিদা।

কিন্তু করোনা ভাইরাসের কারণে বর্তমানে বেশিরভাগ শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিদ্যুৎ ও গ্যাসের চাহিদা দু’টিই কমেছে। এছাড়া ২ শতাধিক সিএনজি স্টেশনে গ্যাসের ব্যবহার কমেছে।

দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন, গত এক সপ্তাহে প্রায় ২০ ভাগ ব্যবহার কমেছে। এ অনুপাত দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী খায়েজ আহমেদ মজুমদার বাংলানিউজকে বলেন, করোনা ভাইরাসের কারণে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় গ্যাসের ব্যবহার দিন দিন কমছে। বড় বড় শিল্পকারখানা বন্ধ হলে এ হার আরও কমবে।

পিডিবি চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. শামছুল আলম বাংলানিউজকে বলেন, এখন সবাই ঘরের মধ্যে দিনযাপন করছেন। অনেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। বড় বড় মার্কেটও বন্ধ হয়ে যাচ্ছে। এ জন্য বিদ্যুতের ব্যবহার কমেছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
জেইউ/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-03-25 20:01:10