bangla news

চবি অফিসার সমিতির ১দিনের বেতন দান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৩-২৫ ৪:১৩:০২ পিএম
ফাইল ফটো

ফাইল ফটো

চট্টগ্রাম: করোনা ভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় একদিনের বেতনের অর্থ দান করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি।

বুধবার (২৫ মার্চ) দুপুরে সমিতির কার্যকরী কমিটির সভা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপাচার্য, রেজিস্ট্রার এবং হিসাব নিয়ামক বরাবর চিঠি দেন তারা।

বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সভাপতি রশীদুল হায়দার জাবেদ বাংলানিউজকে বলেন, দেশে কঠিন সময়ে আমরা কিছু সহযোগিতা করার চেষ্টা করছি। আমরা এই টাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের হাতে তুলে দেব।

অন্যদিকে অফিসার সমিতির সাধারণ সম্পাদক মো. হামিদ হাসান নোমানি বাংলানিউজকে বলেন, বিষয়টি নিয়ে কার্যকরী কমিটির সভায় আলোচনা করা হলে সকলেই এ ইস্যুতে ঐক্যমত পোষণ করেন। করোনায় আক্রান্তদের সহযোগিতার এ অর্থ ব্যয় করা হবে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
এমএম/এসি/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2020-03-25 16:13:02