ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ট্রেন চলাচল বন্ধ, পালাক্রমে চলছে কাজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
ট্রেন চলাচল বন্ধ, পালাক্রমে চলছে কাজ সিআরবিতে পালাক্রমে চলছে কাজ।

চট্টগ্রাম: ট্রেন সার্ভিস বন্ধ থাকায় রেলওয়ের কয়েকটি বিভাগে অনেকে আছেন ছুটিতে। তবে মালামাল পরিবহনের ট্রেন পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা পালাক্রমে কাজ করছেন।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মঙ্গলবার (২৪ মার্চ) ট্রেন সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রেলপথ মন্ত্রণালয়। পরে অগ্রিম টিকিট কাটা যাত্রীরা চট্টগ্রাম স্টেশনে গিয়ে টিকিট ফেরত দেন।

তাদের টিকিট ফেরত নিয়ে টাকাও দিয়ে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ।

বুধবার (২৫ মার্চ) চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছিল একেবারে ফাঁকা।

স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী বাংলানিউজকে বলেন, মঙ্গলবার দীর্ঘ লাইন ধরে যাত্রীরা টিকিট ফেরত দিলেও আজ স্টেশন ফাঁকা। গতকালই যাত্রীদের সব টিকিট ফেরত নেওয়া হয়েছে।

এদিকে রেলওয়ে স্টেশনে দায়িত্ব কমে যাওয়ায় অনেকে ছুটিতে গেছেন। ছুটিতে থাকলেও জরুরি কাজ সারছেন বাসা থেকে। নগরের সিআরবি দফতরে খোঁজ নিয়ে জানা যায়, সেখানে পালাক্রমে কাজ করছেন কর্মকর্তা-কর্মচারীরা।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক নাসির উদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, সরকারিভাবে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ট্রেন সার্ভিস বন্ধ থাকলেও মালামাল পরিবহনের ট্রেন চালু আছে। এ বিভাগে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা পালাক্রমে কাজ করছেন।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।