bangla news

চট্টগ্রামে দুটি ভবন লকডাউন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৩-২৫ ১:৫৪:৩৬ এএম
চট্টগ্রাম

চট্টগ্রাম

চট্টগ্রাম: কক্সবাজারে করোনা আক্রান্ত রোগীর খবরে চট্টগ্রামে দুটি বাড়িতে চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন।

মঙ্গলবার  (২৪ মার্চ) রাতে চান্দগাঁও ও বাকলিয়া এলাকায় বাড়ি দুটি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দুই থানার ওসি আতাউর রহমান এবং নিজামউদ্দিন।

তারা বাংলানিউজকে বলেন, বাড়ি দুটিতে করোনা রোগীর সংস্পর্শে আসা কয়েকজন রয়েছে বলে সিভিল সার্জন জানিয়েছেন। পরে প্রশাসনের নির্দেশে আমরা বাড়ি দুটিতে চলাচলের ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছি।

এ ব্যাপারে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বাংলানিউজকে বলেন,
কক্সবাজারের এক নারীর শরীরের করোনা শনাক্ত হয়েছে। ওমরাহ পালন করে তিনি গত ১৩ মার্চ দেশে ফিরেন এবং চান্দগাঁও ছেলের বাসায় উঠেন। করোনা আক্রান্তের সংস্পর্শে আসায় বাড়ি লকডাউন করতে বলা হয়েছে। 

প্রসঙ্গত, গত ১৮ মার্চ শ্বাসকষ্ট ও জ্বরের উপসর্গ নিয়ে কক্সবাজার সদর হাসপাতাল ভর্তি করা হয় চকরিয়ার ৭৫ বছর বয়সী ওই নারীকে। পরে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় আইডিসিআর এ পাঠানো হলে মঙ্গলবার ওই নারী করোনা আক্রান্ত বলে জানায়।

বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
এমএম/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম করোনা ভাইরাস
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-03-25 01:54:36