ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হোম কোয়ারেন্টিন না মানায় দুই প্রবাসীকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
হোম কোয়ারেন্টিন না মানায় দুই প্রবাসীকে জরিমানা

চট্টগ্রাম: ১৪ দিনের হোম কোয়ারেন্টিন না মানায় চট্টগ্রাম নগরের বাসিন্দা ২ প্রবাসীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে বিদেশ থেকে সম্প্রতি দেশে ফেরা প্রবাসীদের হোম কোয়ারেন্টিন মনিটরিং করতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারক।

 

তিনি বাংলানিউজকে জানান, দুই প্রবাসীর মধ্যে একজন আকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনির ১৫ নম্বর প্লটের বাসিন্দা। তিনি যুক্তরাষ্ট্র থেকে এসেছেন।

হোম কোয়ারেন্টিন না মানায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

অন্যজন একই এলাকার ৮ নম্বর প্লটের বাসিন্দা। তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে এসেছেন। হোম কোয়ারেন্টিন না মানায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।