ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জনসমাগমে নিষেধের পরও রেলস্টেশনে ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
জনসমাগমে নিষেধের পরও রেলস্টেশনে ভিড়

চট্টগ্রাম: আন্তঃনগর, মেইল ও লোকাল ট্রেনের বিক্রিত টিকিট ফেরত নিচ্ছে রেলওয়ে। একই সঙ্গে যে পরিমাণ টাকা দিয়ে টিকিট কেনা হয়েছিল তাও যাত্রীদের দিয়ে দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন সন্ধ্যা থেকে ট্রেন বন্ধ রাখার ঘোষণা দেওয়ার পর চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ভিড় বাড়ে যাত্রীদের।  

স্টেশনে দীর্ঘ লাইন ধরে অগ্রিম ও আজকের জন্য যারা টিকিট কিনেছিলেন তারা তা ফেরত দেন।

এতে হিমশিম খেতে হয় স্টেশনে দায়িত্বরত কর্মকর্তাদের।

চট্টগ্রামের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী বাংলানিউজকে বলেন, যারা টিকিট কেটেছিলেন তাদের টিকিট ফেরত নিয়ে টাকা দিয়ে দেওয়া হচ্ছে।

যারা টিকিট কেটেছিলেন সবাই টাকা ফেরত পাবেন।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।