ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হবে কোয়ারেন্টিন সেন্টার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হবে কোয়ারেন্টিন সেন্টার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রামের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নির্মাণাধীন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলকে নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন চবি প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসনের অনুরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোয়ারেন্টিনের জন্য আবাসিক হলটি দিতে সম্মত হয়েছে।

তিনি বলেন, জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে এর সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হয়েছে।

সার্বিক বিষয় মাথায় রেখে সর্বচ্চো সতর্কতার সঙ্গে কোয়ারেন্টিন সেন্টার পরিচালনার জন্য বলা হয়েছে।

কোয়ারেন্টিনে থাকাকালীন ব্যক্তির আত্মীয় স্বজন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেনা।

কেউ আক্রান্ত হলে তাকে দ্রুত এখান থেকে সরিয়ে নেওয়া হবে। সবশেষে সেনাবাহিনী পুরো হল স্যানিটাইজ করে দেবে।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।