ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আট দিন আগে বেতন চবি’তে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
আট দিন আগে বেতন চবি’তে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: করোনাভাইরাস সংক্রান্ত সংকট মোকাবেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সংশ্লিষ্টদের মাস শেষ হওয়ার আট দিন আগেই দেওয়া হয়েছে নির্দিষ্ট বেতন-ভাতা।

মঙ্গলবার (২৪ মার্চ) চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের নির্দেশে সংশ্লিষ্টদের বেতন-ভাতা পরিশোধ করা হয়।

বিশ্ববিদ্যালয় হিসাব নিয়ামক দফতরের বেতন-ভাতা শাখার উপ হিসাব নিয়ামক ফিরোজা বিনতে সুলতান বাংলানিউজকে বলেন, ২৪ মার্চ তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মীদের বেতন-ভাতা দেওয়া হয়েছে।

২৫ মার্চ প্রথম ও দ্বিতীয় শ্রেণি তথা শিক্ষক ও কর্মকর্তাদের বেতন-ভাতা দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কেএম নুর আহমদ বাংলানিউজকে বলেন, ‘করোনা সংক্রান্ত সংকটকালীন সময়ে সংশ্লিষ্টদের সুবিধার্থে নির্দিষ্ট সময়ের আগেই বেতন-ভাতা পরিশোধের নির্দেশ দিয়েছেন উপাচার্য।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।