ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

করোনা চিকিৎসায় একুশে পদকের অর্থ দিলেন সুফি মিজান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
করোনা চিকিৎসায় একুশে পদকের অর্থ দিলেন সুফি মিজান চমেক হাসপাতালের পরিচালকের হাতে সুফি মিজানুর রহমানের একুশে পদকের সঙ্গে প্রাপ্ত অর্থ তুলে দেওয়া হয়

চট্টগ্রাম: করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য একুশে পদকের সঙ্গে প্রাপ্ত অর্থ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল রোগী কল্যাণ সমিতিকে দিয়েছেন সুফি মিজানুর রহমান।

মঙ্গলবার (২৪ মার্চ) সুফি মিজান ফাউন্ডেশনের পক্ষ থেকে চমেক হাসপাতালের পরিচালক বি. জেনারেল এসএম হুমায়ুন কবিরের কাছে এ অর্থ হস্তান্তর করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল রোগী কল্যাণ সমিতির সেক্রেটারি অভিজিৎ সাহা, সুফি মিজান ফাউন্ডেশনের খোরশেদ আলী চৌধুরী ও পিএইচপি ফ্যামিলির মো. জহিরুল ইসলাম রনি।

২০২০ সালে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য একুশে পদক পেয়েছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।  

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।