ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পূর্বাঞ্চলের সব লোকাল-মেইল ট্রেন চলাচল বন্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
পূর্বাঞ্চলের সব লোকাল-মেইল ট্রেন চলাচল বন্ধ

চট্টগ্রাম: করোনা সংক্রমণ ঠেকাতে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া সব লোকাল ও মেইল ট্রেন বন্ধ করা হয়েছে।

রেল দফতর থেকে ঘোষণা আসার পর মঙ্গলবার (২৪ মার্চ) থেকে এসব ট্রেন বন্ধ করে রেলওয়ে পূর্বাঞ্চল।

এদিকে বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ আলম।

সে হিসেবে ২৬ মার্চ থেকে দেশের সব ট্রেন চলাচল বন্ধ।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাসির উদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, ২২টিরও বেশি ট্রেন বন্ধ রাখার প্রস্তাব দেওয়ার পর আজ থেকে সব লোকাল ও মেইল ট্রেন বন্ধ রাখতে বলা হয়েছে।

এছাড়া আন্তঃনগর ট্রেনও কয়েকদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে।

>> করোনা: ২২টিরও বেশি ট্রেন বন্ধ রাখার প্রস্তাব

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।